ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ

ডাকসু ভবন
ডাকসু ভবন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০টা পর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা শুরু হয়েছে। 

সভা সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ২৯ জুলাই। আর নির্বাচন হতে পারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

এই সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটিসহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় জানানো হয়, কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ভেন্যুতে ভোটগ্রহণ হবে। এতে নিরপেক্ষ ছয় কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে সভায় জানানো হয়েছে, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা আসন্ন ডাকসু বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডাকসু সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা রাখে।