বঙ্গোপসাগরে দুই ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১ জেলে

বঙ্গোপসাগরে দুই ট্রলারে ডাকাতি
বঙ্গোপসাগরে দুই ট্রলারে ডাকাতি © টিডিসি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বরগুনার দুটি ট্রলার—এফবি ভাই ভাই ও এফবি রফিক—ডাকাতির শিকার হয়েছে। এই ঘটনায় কামাল হোসেন (৩২) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন জেলে। শুক্রবার (১৮ জুলাই) রাতের দিকে এ ঘটনা ঘটে। শনিবার (১৯ জুলাই) বিকেলে আহত জেলেদের নিয়ে ট্রলার দুটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী চড়কগাছীয়া এলাকায় পৌঁছায়।

গুলিবিদ্ধ জেলে কামাল হোসেন ঢলুয়া ইউনিয়নের ইউনুস পহল্লানের ছেলে। প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. মোস্তফা কামাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ৩৫ জন জেলে দুটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। শুক্রবার রাতে প্রায় ২০–২৫ জন ডাকাত একটি ট্রলার নিয়ে অতর্কিতে এসে হামলা চালায়। ডাকাতরা জেলেদের মারধর করে এবং ভাই ভাই ট্রলারে থাকা কামাল হোসেনকে গুলি করে। হামলায় আহতদের মধ্যে অনেকের শরীরে মারাত্মক আঘাত রয়েছে।

ডাকাতরা ট্রলার দুটির জাল, মাছ, তেল এবং মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ১০–১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন ভাই ভাই ট্রলারের মালিক মাসুম হাওলাদার।

এফবি রফিক ট্রলারের মালিক জাহাঙ্গীর মোল্লা বলেন, ‌‌‌‌আমার ট্রলারটি গত শনিবার সাগরে যায়। গতরাতে জেলেরা ডাকাতের কবলে পড়ে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘আমাদের থানার আওতায় যদি এমন কোনো ঘটনা ঘটে এবং লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’