৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ৩৫ ঊর্ধ্ব সেই ৬৫ জনের কী হবে?

এনটিআরসিএ
এনটিআরসিএ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স না থাকা ৬৫ প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে এই প্রার্থীরা এখনো আবেদনের ‍সুযোগ পাননি। আগামীকাল সোমবার ফুলকোর্টে শুনানী হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব ৬৫ জনকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা ছিল। এ নির্দেশনার বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমীন আরাফাতসহ ৬৫ জন প্রার্থী ১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
 
পরে গত ১৬ জুন ৬ষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি কর্তৃপক্ষ। তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়। সে অনুযায়ী রুহুল আমিন আরাফতসহ ৬৫ জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন। 

ওই রিটের শুনানি নিয়ে গত মঙ্গলবার (৮ জুলাই) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ ১৮তম নিবন্ধন সনদধারী ৬৫ প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।