ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শোকর‌্যালি অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে শোকর‌্যালি বের করা হয়
জুলাই শহীদ দিবস উপলক্ষে শোকর‌্যালি বের করা হয় © টিডিসি

ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুরের উদ্যোগে ‌জুলাই শহীদ দিবস উপলক্ষে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

এতে ‌অংশগ্রহণ করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব অধ্যাপক শেখ আবদুস সামাদ, হাসপাতালের পরিচালক ডা. মো. মোসলেম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মনোয়ার আহমদ তরফদার সহ কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। 

এদিকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আগামী ‌২৩ জুলাই স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ২৮ জুলাই হেপাসাইটিস বি ‌ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ৩০  জুলাই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ‌এবং ৩৬ জুলাই (৫ আগস্ট) উপস্থিত বক্তৃতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।