জামায়াতের সমাবেশ ও ভোটের রাজনীতি নিয়ে হান্নান মাসউদের স্ট্যাটাস
- ১৯ জুলাই ২০২৫, ২০:৪৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর রাজধানীতে জামায়াতে ইসলামীর বড় ধরনের একটি রাজনৈতিক সমাবেশে যোগ দিতে সকাল থেকেই জনস্রোত নেমে আসে। নানা বয়সি হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে সমাবেশস্থলে পৌঁছাতে দেখা যায়।
আজ শনিবার (১৯ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ বলেন, বাড্ডার গুদারাঘাট থেকে বেলা ১১ টায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে। রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কিলোমিটার।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না... ১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেওয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য। বাংলাদেশে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা জামায়াতে ইসলামী এমন গণজমায়েতের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নিজেদের উপস্থিতির জানান দিলো।
অনেকেই বলছেন, এ সমাবেশ হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মীথ হয়ে থাকবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন—একাত্তরের যুদ্ধাপরাধের দায় ও বিতর্ক এড়িয়ে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদৌ কতটা প্রভাব বিস্তার করতে পারে।’