রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন গায়ানা
- ১৯ জুলাই ২০২৫, ১৭:৩৮
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থাকল রংপুর রাইডার্সের। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেনি দলটি। ৩২ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো প্রথম আসরের চ্যাম্পিয়নদের। রংপুরকে হতাশ করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এভিন লুইসকে হারায় স্বাগতিকেরা। চতুর্থ ওভারে এই ওপেনারকে ৫ রানে ফেরান রংপুরের পেসার খালেদ আহমেদ।
দ্বিতীয় উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। তাদের জুটিতে ১০ ওভারে ১ উইকেটে ৮৮ তুলে ফেলে গায়ানা। তবে এক ছক্কা আর ১১ চারে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১৫তম ওভারের শেষ বলে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন জনসন।
এছাড়া তিনে নামা গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করেন। ৬ চারের সঙ্গে ৪ ছক্কা হাঁকান এই আফগান ব্যাটার। শেষটায় ৯ বলে ২৮ রানের ঝড় দেখান রোমারিও শেইফার্ড। ৩ ছক্কা ও এক চার মারেন তিনি। আর শেরফান রুদারফোর্ড ১৫ বলে ১৯ রান করেন। এতে ৩ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা।
জবাবে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় রংপুর। ওপেনার ইব্রাহিম জাদরান ৫, সৌম্য সরকার ১৩ এবং তিনে নামা কাইল মেয়ার্স ৫ রানের বেশি করতে পারেননি।
তবে চারে নামা সাইফ ও পাঁচে নামা ইফতিখারের ৭৩ রানের জুটিতে সেই ধাক্কা সামলে নেয় রাইর্ডাসরা। কিন্তু ১৫ রানের ব্যবধানে তারা ফিরলে হারের শঙ্কা বাড়ে প্রথম আসরের চ্যাম্পিয়নদের। সাইফ ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। ইফতিখার ২৯ বলে ৪৬ রান যোগ করেন। শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রান যোগ করে কেবলই ব্যবধান কমান।