জামায়াতের সমাবেশ
রাস্তায় যানজট, মেট্রোতে উপচে পড়া ভিড়
- টিডিসি রিপোর্ট
- ১৯ জুলাই ২০২৫, ১৭:৩৮
রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশকে ঘিরে আজ শনিবার (১৯ জুলাই) দুপুর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এড়াতে অনেক যাত্রী মেট্রোরেল ব্যবহার করলেও, সেখানেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের জন্য পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মিরপুর-১০ গোল চত্বর থেকে শাহবাগে আস মেট্রো যাত্রী কামরুল ইসলাম বলেন, আজ মেট্রোরেলে উঠতেই ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়েছে। এত যাত্রী দীর্ঘক্ষণ পরে মেট্রোতে উঠতে পারলে ভেতরে নিশ্বাস ফেলার মতো অবস্থা ছিলনা।
শাহবাগ মেট্রো স্টেশনে টিকেটের জন্য অপেক্ষা করা নাজনিন মেহেরজান বিরক্তি প্রকাশ করে বলেন, শাহবাগ থেকে বাস চলছে না, আমি প্রায় দেড় ঘণ্টা থেকে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। টিকেট বারবার শেষ হচ্ছে। এখনো দীর্ঘ লাইন রয়েছে। টিকেট পেলেই বেঁচে যাই।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সমাবেশকে কেন্দ্র করে মেট্রোতে প্রচুর ভিড় রয়েছে। দলটির অনেক নেতাকর্মী মেট্রোতে সমাবেশে যাচ্ছেন। তবে টিকেটের ঘাটতি নেই বলেও জানান তারা।
শাহবাগ মেট্রো স্টেশনে দায়িত্বরত এমআরটি পুলিশের একজন কর্মকর্তা নয়ন বলেন, ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকে মেট্রো দেখতেই ভিড় করছেন।