স্ট্রোক করে আরও এক জামায়াত কর্মীর মৃত্যু
- ১৯ জুলাই ২০২৫, ১৭:৩৮
ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) ঢাকায় আসার পথে গাজীপুরের চান্দুরায় বাসের মধ্যে স্ট্রোক করেন তিনি। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জিরানি কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
নিহত মোস্তাফিজুর রহমান কলম উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে। তিনি সলিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াতের অফিস সেক্রেটারি ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম জানান, শুক্রবার রাত ১১টায় ঈশ্বরদী থেকে ২৫টি বাস ও ১১টি হাইচ নিয়ে ঈশ্বরদী থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশে যোগদানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাজীপুরের চান্দুরায় পৌঁছালে এক নম্বর বাসের আরোহী মোস্তাফিজুর রহমান কলম স্ট্রোক করেন। তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান।
এ বিষয়ে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক সমাবেশে যাওয়ার পথে ওই জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।