পর্তুগালে ব্রাগা ওপেন জিতে সেরা নারী বক্সারের খেতাব জিন্নাত ফেরদৌসের
- ১৯ জুলাই ২০২৫, ১৩:১৮
আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে উজ্জ্বল এক অধ্যায়ের নাম হয়ে উঠেছেন বাংলাদেশের জিন্নাত ফেরদৌস। তিনি পর্তুগালের ব্রাগা শহরে আয়োজিত ব্রাগা ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জিতে নিয়েছেন স্বর্ণপদক। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে সেরা নারী বক্সারের সম্মাননাও উঠেছে তার ঝুলিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই বাংলাদেশি বক্সার বিশ্বজুড়ে বিভিন্ন প্রস্তুতিমূলক প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতোমধ্যেই নিজের নাম জানান দিয়েছেন। পোল্যান্ডে সাইলেসিয়ান ওপেন থেকে ব্রোঞ্জ জিতে আলোচনায় আসা জিন্নাত এবার পর্তুগালের ব্রাগায় দাপট দেখিয়েছেন।
মহিলা লাইট ফ্লাইওয়েট (৫০ কেজি) বিভাগে তিনি প্রথমে মুখোমুখি হন স্পেনের পাওলা গনজালেজের। নির্ভরযোগ্য কৌশল আর নিখুঁত নিয়ন্ত্রণে জিন্নাত ওই ম্যাচটি জিতে নেন অনায়াসেই। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন স্বাগতিক পর্তুগালের মাফালদা সিলভা। তবে প্রথম থেকেই আধিপত্য দেখিয়ে দ্বিতীয় রাউন্ডেই পর্তুগিজ কোচিং স্টাফ আত্মসমর্পণ করে রিং থেকে সরে দাঁড়ায়।
টুর্নামেন্টে নারী, পুরুষ, জুনিয়র, ইয়ুথ এবং স্কুল পর্যায়ের খেলোয়াড়রা অংশ নেন, যাদের মধ্যে বাংলাদেশ ও বাহরাইনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশও ছিল প্রতিনিধিত্বে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয় ব্রাগার সিদাদে দেসপোর্তিভা এসসি ব্রাগার অ্যামকো অ্যারেনায়।
জিন্নাত ফেরদৌস গত বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএসবিসি এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছিলেন। ধারাবাহিক সাফল্য আর আন্তর্জাতিক পরিসরে তার নৈপুণ্য দেশীয় ক্রীড়াঙ্গনের জন্যও বড় অনুপ্রেরণা হয়ে উঠছে।