ধানমন্ডিতে চাপাতি হাতে প্রকাশ্যে ছিনতাই, ভিডিও ভাইরাল
- ২০ জুলাই ২০২৫, ০৯:৫১
রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ার (ধানমন্ডি-৩২) এলাকায় জনসমক্ষে চাপাতি হাতে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, রাসেল স্কয়ারের উল্টোদিকে লেকপাড়ের ফুটপাথে এক ব্যক্তি চাপাতি উঁচিয়ে আরেকজনকে ভয় দেখাচ্ছেন। আতঙ্কিত ভুক্তভোগী নিজের ব্যাগটি ছুঁড়ে ফেললে, ছিনতাইকারী সেটি তুলে নিয়ে ব্যস্ত সড়ক পার হয়ে ট্রাফিক পুলিশের সামনেই ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো সময়টিতে আশপাশে থাকা লোকজন এবং চলন্ত যানবাহনের যাত্রীরা ঘটনাটি দেখলেও কেউই এগিয়ে আসেননি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে। তবে পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় ছিল রাত ১২টা। ঘটনার পর কিছু সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এখন পর্যন্ত ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেননি। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীর সন্ধানে কাজ চলছে।
ঘটনাস্থলের পাশের ফুটপাতে জুয়েলারি বিক্রেতা তানভীর আহমেদ বলেন, রাত ৯টার দিকে হঠাৎ ওই ছিনতাইকারী চাপাতি হাতে এক ব্যক্তিকে ধাক্কা দেন ও হালকা চাপাতি দিয়ে ভয় দেখান। ভুক্তভোগী আতঙ্কিত হয়ে ব্যাগটি ফেলে দিয়ে বলেন, ‘ব্যাগ নিয়ে যা, আর কিছু করিস না’। এর পর ছিনতাইকারী ব্যাগ নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। আশপাশে অনেক লোক থাকলেও কেউ সাহস করে এগোননি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনা রাত ১২টার দিকে ঘটেছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। আমরা ভুক্তভোগী ও ছিনতাইকারী উভয়কেই খুঁজে বের করার চেষ্টা করছি। ভুক্তভোগী থানায় অভিযোগ না করায় ব্যাগের মধ্যে কী ছিল জানা যায়নি।
ট্রাফিক পুলিশের সামনে এমন ঘটনা ঘটার পরও তারা কেন এগোয়নি জানতে চাইলে ওসি বলেন, ওই সময় রাস্তায় যানবাহনের চাপ ছিল এবং ট্রাফিক পুলিশ সেটি নিয়ন্ত্রণ করছিলেন। ঘটনাটি খুব দ্রুত ঘটেছিল, তারা বুঝতেই পারেননি। ভিডিওতেও তা স্পষ্ট দেখা যায়। ঘটনাটি বুঝার আগেই ছিনতাইকারী পালিয়ে গেছেন।