নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পরে পরিত্যক্ত বাড়ির ঝোপের মিললো সুবজ হাওলাদারের মরদেহ
নিখোঁজের দুই দিন পরে পরিত্যক্ত বাড়ির ঝোপের মিললো সুবজ হাওলাদারের মরদেহ © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পরে পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্যে মিললো সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের মরদেহ। শুক্রবার (১৮ জুলাই) শেষ বিকেলে  শরিফপুর এলাকা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। সবুজ হাওলাদার ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার ঝগড়াঝাঁটি হয়। এ নিয়ে বুধবার স্ত্রী আমেনার ভাই বাড়িতে গিয়ে সবুজকে শাসিয়ে যায় এবং আমেনাকেও সাথে নিয়ে যায়। ওইদিনই রাত এগারোটায় সবুজ তার বন্ধু লালচানের নম্বর থেকে মুঠোফোনে আমেনাকে জানান বন্ধুদের গাঁজা সেবনের  ছবি নিয়ে তার ঝগড়া হয়েছে। সবাই তাকে দায়ী করছেন। পরে ফোন কেটে দিলে আমেনা বারবার যোগাযোগের চেষ্টা করেও সবুজ বা লাল কাউকেই পায় না।  দুজনের মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন ছিলো।  আজ শেষ বিকেলে স্থানীয় এক নারী গরু চড়াতে গিয়ে ঝোপে মধ্যে তার মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।