টিএসসি-কার্জন-কলাভবনসহ ক্যাম্পাস ছেয়ে গেল তারেক রহমানের স্লোগানে
- ২০ জুলাই ২০২৫, ১১:২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে উদ্দেশ্য প্রণোদিত অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এবং কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে তারেক রহমানের স্লোগান সম্বলিত চিকা মারেন অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর রিয়াদ।
শুক্রবার (১৮ জুলাই) তারেক রহমানের সৃষ্টি ‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি লেখা হয়।
এ সময় আব্দুল্লাহ আর রিয়াদ বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের কাণ্ডারি জনাব তারেক রহমান যখন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তখন সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের এ দেশের চরেরা জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, উদ্দেশ্য প্রণোদিত, অশালীন স্লোগান দিচ্ছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের পরিপন্থি।
তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন , বাংলাদেশপন্থী শক্তি তথা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসে এ দেশের ছাত্রসমাজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের নেতা ও তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের হয়ে অশুভ, দেশ বিরোধী এ চক্রের বিরুদ্ধে প্রাণপণে লড়ে যাবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, আব্দুল্লাহ আর রিয়াদ কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত হয়েও ছাত্রদলের হয়ে বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত।