জাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন সভাপতি অংকুর, সম্পাদক ফাইজান

সভাপতি অদ্রি অঙ্কুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক
সভাপতি অদ্রি অঙ্কুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছেকমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী অদ্রি অঙ্কুরকে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাইজান আহমেদ অর্ককে সাধারণ সম্পাদক করা হয়েছেবৃহস্পতিবার (১৭ জুলাই) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতেতথ্য জানানো হয়

এর আগে গত বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি সাবেরীন নওশাদসাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক সীমান্ত বর্ধনজারিন তাসনিম প্রমি, সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি, কোষাধ্যক্ষ ইসফার সাদী, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান সিকদার, শিক্ষাগবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ, বিজ্ঞানপ্রযুক্তিবিষয়ক সম্পাদক রিফাত রাফি, প্রচারপ্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক নুশরিকা অদ্রি, সমাজকল্যাণপরিবেশবিষয়ক সম্পাদক জানিব হাসান মাটিয়া এবং ক্রীড়া সম্পাদক ইশতিয়াক বিন ইকবাল।

ছাড়া সদস্য হিসেবে আছেনঅমর্ত্য রায়, ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ।

এর আগে গত ১৬ জুলাই শুরু হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের তিন দিনব্যাপী সম্মেলন। শেখ হাসিনা সরকারের আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।