ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন © সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতিও বাড়তে পারে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কতা সংকেত নেই। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে আজ কোনো সংকেত দেখানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।