জুলাই স্পিরিট আর কখনো বিলুপ্ত হবে না: উপাচার্য জাহাঙ্গীর আলম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম © সংগৃহীত

৭১-এর মুক্তিযুদ্ধের পর গত ৫৫ বছরে `জুলাই স্পিরিট'-এর মতো ঐক্য আর কখনো দেখা যায়নি। এই স্পিরিট আর কখনো বিলুপ্ত হবে না। ভবিষ্যতে কোনো সরকারই অন্যায় করে বেশিদিন টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান-এর এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত 'জুলাই স্মরণ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অনেকের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা আন্দোলনে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে এখনও তথ্য পাওয়া যায়নি, তদন্ত কমিটিকে সহযোগিতা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।'

জুলাই আন্দোলনে সম্পৃক্ততার বিষয়ে উপাচার্য বলেন, ৫ আগস্ট ভোরে কারফিউ ভেঙে বৃষ্টিতে ভিজে শহিদ মিনার ও রাজু ভাস্কর্যে গিয়ে আমি নিজেও আন্দোলনে অংশ নেই। সেটি ছিল ইতিহাস গড়ার মুহূর্ত।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রারসহ প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তারা। শুরুতেই জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়। আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন।