ভোটার হওয়ার সুযোগ নতুনদের, কতদিন পর্যন্ত হওয়া যাবে
- ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন দেশের সব যোগ্য নাগরিক। ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের মধ্য দিয়ে এ সুযোগ উন্মুক্ত হলো।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এতদিন প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ১৮ বছর বয়স পূর্ণ করতেন, কেবল তারাই পরবর্তী জানুয়ারিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতেন। অর্থাৎ বয়স ১৮ হলেও যদি সেটা ৩১ ডিসেম্বরের পর হতো, তাহলে ভোটার হতে অপেক্ষা করতে হতো আরও এক বছর। তবে নতুন অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়সে পা দেবেন, তারা সরাসরি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলী।