চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
- ১৯ জুলাই ২০২৫, ০১:২২
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মো. হৃদয় গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার রেলক্রসিং সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা হাইওয়েতে স্থাপিত চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত হৃদয় গাজী শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানাধীন রাম মধুপুর ইউনিয়নের কুরালতলী গ্রামের মিন্দাকান্দি গাজী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মো. খোকন গাজী ও মাতার নাম সাজেদা বেগম।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০ টাকা। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (এফআইআর নম্বর-০৮, তারিখ-১৭ জুলাই ২০২৫) রুজু করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় গাজী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেট কিনে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল এবং এতে করে তরুণ সমাজকে বিপথগামী করে তুলছিল।
চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. অলি উল্লাহ, এসআই (নিঃ) আরিফ হোসাইন ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান চলমান থাকবে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।