খুলনা-যশোর মহাসড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি সারজিসের
- ১৮ জুলাই ২০২৫, ১৭:৪৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম খুলনা-যশোর মহাসড়ক সরকারকে অতি জরুরি ভিত্তিতে সংস্কার করার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ দাবি জানান।
ফেসবুকে সারজিস লেখেন, ‘খুলনা-যশোর মহাসড়কের বেহাল দশা। অতি জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।’ এই স্ট্যাটাসের কমেন্টে তিনি লেখেন, ‘এনসিপির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে জানানো হয়েছে।’