কিশোরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- ১৮ জুলাই ২০২৫, ১৭:৪৩
কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় দীর্ঘ নয় বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব ১৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রায়ে দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি ছয়জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন।
আরও পড়ুন: পিবিপ্রবি ক্যাম্পাসে জুলাই যোদ্ধাদের স্মরণে আবেগঘন আয়োজন
২০১৬ সালের ২৩ মার্চ, সীমানা সংক্রান্ত বিরোধের জেরে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ব্যবসায়ী হাজী সুন্দর আলীর ছেলে সৈয়দ আলীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই মো. শহর আলী একই বছরের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রায় নয় বছর পর এ রায়ে নিহতের পরিবার ও এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।