সকল জেলায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রতীকী ম্যারাথন

প্রতীকী ম্যারাথন
প্রতীকী ম্যারাথন © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল দেশের সকল জেলায় অনুষ্ঠিত হবে প্রতীকী ম্যারাথন। এই দৌড়ে সামনে থাকবেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

এ উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিকেল সাড়ে ৫টা থেকে আয়োজন করা হবে বিশেষ ট্র্যাশন শো। সেখানে পরিবেশিত হবে জুলাই আন্দোলনের অনুপ্রেরণামূলক বার্তা ও সাংস্কৃতিক উপস্থাপনা।

এছাড়াও গণ-অভ্যুত্থান স্মরণে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে আয়োজন করবে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান। এসব আয়োজনে প্রদর্শিত হবে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ শীর্ষক চলচ্চিত্র।

হাতিরঝিলে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’। পাশাপাশি প্রদর্শিত হবে দুটি চলচ্চিত্র—‘আবরার ফাহাদ’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’। রাতের আয়োজনে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা।

‘১৮ জুলাই রিমেম্বারেন্স’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হবে একটি মিউজিক্যাল ভিডিও, থিম মিউজিক হবে ‘আওয়াজ উডা’। একইদিন প্রচারিত হবে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির চতুর্থ পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণমূলক ভিডিও।

পুরো অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে।