পটুয়াখালীতে জাল টাকাসহ গ্রেপ্তার ১
- ১৭ জুলাই ২০২৫, ২২:০১
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ব্যক্তিকে তল্লাশি করে ঊনত্রিশটি হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পলাশ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে বাউফল থানা পুলিশ।
গ্রেপ্তার পলাশ হাওলাদার বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; তার বাবার নাম নুরুল হক হাওলাদার।
এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য নিশ্চিত হওয়ার পরে পুলিশ অভিযান চালায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জাল নোট উদ্ধার করা হয়। আগে থেকেই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।