গোপালগঞ্জের ঘটনায় সন্ধ্যায় ঢাবিতে বিক্ষোভ করবে ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইনসেটে ছাত্রশিবিরের লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইনসেটে ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আও, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন।

এনসিপির সমাবেশসহ জেলা কারাগারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। 

এ ঘটনায় আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহবাগ টু টিএসসিতে বিক্ষোভ করবে শাখা ছাত্রশিবির। 

বিষয়টি নিশ্চিত করে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দল-মত নির্বিশেষে আপনারা সকলে আমন্ত্রিত।