আল্টিমেটাম দিয়ে শাহবাগ ব্লকেড সরিয়ে নিলেন আন্দোলনকারীরা

শাহবাগে ব্লকেড
শাহবাগে ব্লকেড © সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছে আন্দোলনকারীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, ‘আমরা খুবই হতাশ হয়েছি যখন প্রশাসন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছি। এর মধ্যে‌ই অনেক স্থানে ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে। আমরা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এই ২৪ ঘণ্টার মধ্যে এনসিপি সদস্যের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। সেই সাথে জনগণের দুর্ভোগের কথা ভেবে আমরা কর্মসূচি তুলে নিচ্ছি।’