মাজারে রহস্যজনক চুরি, উধাও প্রায় ১০ লাখ টাকা

ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজার
ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজার © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি মাজার পরিচালনা কমিটি।

সূত্র জানায়, ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই ভোরের মধ্যে মাজার চত্বরে অবস্থিত অফিস কক্ষের একটি কাঠের বাক্সের দুটি তালা ভেঙে চোরেরা প্রায় ৯ লাখ ৮২ হাজার টাকা নিয়ে যায়। চুরি হওয়া অর্থের মধ্যে ছিল মাজারের সাধারণ তহবিল, এতিমখানার অনুদান, খাদেমদের বেতন এবং আসন্ন মিলাদুন্নবির আয়োজনের জন্য সংরক্ষিত অর্থ। ধারণা করা হচ্ছে, এই অর্থ সদ্যসমাপ্ত ওরশ থেকে সংগৃহীত হাদিয়া ছিল।

অফিস কক্ষের চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ঘটনার সময় সেগুলো অচল ছিল বলে জানান কয়েকজন খাদেম। তবে কেন ক্যামেরাগুলো বন্ধ ছিল, সে বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

চুরির আগের রাতে মাজারের মুতাওয়াল্লি অফিস কক্ষে মিটিং করছিলেন বলে জানা গেছে। পরদিন সকালে এসে দেখা যায় তালা ভাঙা, বাক্স ফাঁকা।

চুরির ঘটনায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে।

এ ঘটনায় মাজারের মুতাওয়াল্লি ও যুগ্ম মুতাওয়াল্লির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। খাদেমরাও মুখ খুলতে অনাগ্রহী।