বিসিএসের সিনিয়র স্কেল পদোন্নতির অনলাইন আবেদন শুরু, দিতে হবে হার্ড কপিও
- ২৮ জুলাই ২০২৫, ২১:৪৬
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (১৬ জুলাই) শুরু হওয়া অনলাইনে আবেদন চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ড কপি জমা দিতে হবে ১০ আগস্টের মধ্যে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা, আগস্ট ২০২৫ অনুষ্ঠান সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আবেদনপত্র (সফট কপি) দাখিল করা যাবে।
আরও পড়ুন: জুনের বেতন পাচ্ছেন চার লাখ শিক্ষক-কর্মচারী
সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্রের Hard Copy আগামী ১৬ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে অবশ্যই সরাসরি সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পৌঁছাতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।