কৃষি কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা
- ১৬ জুলাই ২০২৫, ১৪:৫২
পটুয়াখালীর বাউফলের সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ও সাবেক উচ্চমান সহকারী কাম হিসেব রক্ষক তপন কুমার শিকদারের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপসহকারী পরিচালক মো. খালিদ হোসেইন ওই মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/২০২৫।
দুদক কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্তরা ভুয়া কৃষক তালিকা, প্রকল্প বাস্তবায়নের ভুয়া নথি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে এবং কাজ না করেই খরচ দেখিয়েছেন। অভিযুক্তরা যোগসাজশে এসব ভুয়া ভাউচারের মাধ্যমে সরকারি ১১টি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। মাঠ পর্যায়ে কোন চাষাবাদ না করেই কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখিয়ে উত্তোলন করে নেন রাষ্ট্রের ৯৯ লাখ ৭০ হাজার ১শ' আট টাকা।
দুদক কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে অভিযোগ দাখিল করা হয়েছে৷ পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি আইনে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিলের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, অভিযুক্ত বাউফলের সাবেক কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস বর্তমানে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অতিরিক্ত কৃষি অফিসার (রাজস্থলী) হিসেবে সংযুক্ত আছে৷ আরেক অভিযুক্ত বাউফলের সাবেক উচ্চমান সহকারী কাম হিসেব রক্ষক তপন কুমার শিকদার একই পদে দুমকি উপজেলা কৃষি কার্যালয়ে কর্মরত আছেন।