নিখোঁজ যুবদল নেতা: সন্ধান চেয়ে ৭ দিনের আল্টিমেটাম
- ১৫ জুলাই ২০২৫, ২০:২৮
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম (শামীম) গত ১৪ দিন যাবত নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে ও সকল অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সন্ধানের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয় প্রশাসনকে।
মঙ্গলবার (১৫জুলাই) দুপুরে উপজেলা ও পৌরসভাসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
বিক্ষোভ মিছিল শেষে তিনি নিখোঁজ শামীমকে সাত দিনের ভেতরে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান প্রশাসনের কাছে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে গত ১০ জুলাই মনকান্দা গ্রামে শামীমের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনকে তিন দিনের সময় বেধে দিয়েছিলেন তাকে খুঁজে বের করার জন্য। অন্যথায় বিভিন্ন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত ৩ জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তার বড় ভাই মো. সাইফুল ইসলাম (৩৯)। এতে উল্লেখ করা হয়, গত ২ জুলাই রাত সাড়ে এগারোটায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয়।
কেন্দুয়া থানার ওসি তদন্ত মিহির রঞ্জন দেব বলেন, যুবদল নেতার নিখোঁজের ঘটনায় তাকে উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।