লাখো ভারতীয় হৃদয় ভাঙার নায়কের শেষটা হলো হতাশার
- ১৬ জুলাই ২০২৫, ২২:২৯
পেন্ডুলামের মত দুলছিল লর্ডস টেস্টের ভাগ্য—একবার ইংল্যান্ড তো আরেকবার ভারত। শেষ দিনে উত্তেজনার পারদ যখন চূড়ায়, তখন ভারতের প্রয়োজন মাত্র ৫৬ রান, হাতে ছিল ২ উইকেট। এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে শেষ উইকেটে আরও ২৩ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। ফলে, এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সম্ভাবনা উঁকি দিচ্ছিল।
ঠিক তখনই নাটকীয় এক ডেলিভারি ছুঁড়ে দেন শোয়েব বশির, যা সিরাজের স্ট্যাম্প ভেঙে দেয়। এতে ২২ রানের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় ইংল্যান্ড। তবে ম্যাচজয়ী এমন পারফরম্যান্সের পরই স্বাগতিক শিবিরে দুঃসংবাদ—গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন শোয়েব।
এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘শোয়েব বশিরের বাঁ-হাতের আঙুলে চিড় ধরেছে। ফলে, ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টে আর খেলতে পারবেন না তিনি। এই সপ্তাহ শেষে তার আঙুলে অস্ত্রোপচার করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে ম্যানচেস্টার টেস্টের দল ঘোষণা করা হবে।’
লর্ডস টেস্টে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান বশির। সেই অবস্থা নিয়েই অবশ্য বল করেন তিনি। শেষ উইকেটটিও তার ঘূর্ণিতে এসেছে। এ নিয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘ব্যাশের (বশির) জন্য এটি ভালো খবর নয়। আমাদের পুরো দলের জন্যই এটি হতাশার। সে ২১ বছর বয়সী, তার বেশ বাজেভাবে আঙুল ভেঙেছে।’
এদিকে ইনজুরি নিয়ে ব্যাট করতেও নেমেছিলেন লর্ডসে শেষ বলের এই নায়ক। অবশ্য তার ইনিংসটি তেমন দীর্ঘ হয়ে উঠেনি। ৯ বলে ২ রান করে ফেরেন তিনি।
বশিরের দৃঢ় মানসিকতার প্রশংসায় স্টোকস বলেন, ‘এমনকি সে ব্যাট করতেও গেছে। তাকে বলারও দরকার হয়নি, নিজ থেকে প্যাড পরেছে, আঙুলে স্ট্র্যাপ জড়িয়েছে। যখনই তার দিকে তাকিয়েছি যেন মুখভঙ্গিতে আশ্বস্ত করতে চেয়েছে, “আমি আছি।” এরপর ম্যাচটা যেভাবে শেষ হলো তা ভাগ্যেই লেখা ছিল।’
উল্লেখ্য, লর্ডস টেস্টে জয়ের পর পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।