অভ্যুত্থানের পর কুয়েটে বিধিবহির্ভূত নিয়োগের অভিযোগ: তদন্তে ইউজিসির কমিটি গঠন

কুয়েট, লোগো
কুয়েট, লোগো © টিডিসি সম্পাদিত

৫ আগস্ট ২০২৪ এর পট পরিবর্তনের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাধিকবার বিধিবহির্ভূত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার গুঞ্জন উঠেছে। এবার এ ব্যাপারে তদন্ত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত করতে ৩ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়। ইউজিসি সদস্য ড. মো. সাইদুর রহমানকে আহ্বায়ক, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামকে সদস্য এবং জেলা ও দায়রা জজ বিভাগের সিনিয়র উপসচিব  নূরনাহার বেগম শিউলীকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গত ১৮ ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে বহিরাগত ছাত্রদল, যুবদলের হামলার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ আছে। দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় ধরে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ভয়াবহ সেশনজটে পড়েছে কুয়েট শিক্ষার্থীরা। 

ফলে তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে কুয়েটে ভিসি নিয়োগ সম্পন্ন হবে কিনা সেই প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে তদন্ত কার্যক্রমের পাশাপাশি ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করার অনুরোধ জানিয়েছে।