ছাত্রদলের মিছিলে অংশ নিয়ে পা ভাঙলেন কেন্দ্রীয় নেত্রী
- ১৬ জুলাই ২০২৫, ২৩:৫১
ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিয়ে মিছিলে পদদলিত হয়ে পা ভাঙলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। সোমবার (১৪ জুলাই) রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড় এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে গেয়ে তার ডান পা ভেঙ্গে যায়।
পরবর্তীতে মিছিলে ওই ছাত্রদল নেত্রীর সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তার ডান পায়ে প্লাস্টার করে এবং এক মাসের বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক বলে জানা গেছে।
এ বিষয়ে জান্নাতুল নওরীন উর্মি বলেন, ‘সোমবারের প্রোগ্রামে অনেক ভিড় ছিল। সেই ভিড়ের কারণে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই। পরে আর উঠে দাঁড়াতে পারিনি। পরবর্তীতে আমার সঙ্গে থাকা সহকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন পায়ে প্লাস্টার করে দিয়েছেন ডাক্তার। একমাস পর খুলতে হবে।
আমাকে বেড রেস্টে থাকতে বলেছেন ডাক্তার। পা ভেঙেছে, এই কষ্ট আমার কাছে বড় নয়। বরং দলের গুরুত্বপূর্ণ সময়ে কর্মসূচিতে অংশ নিতে না পারাটা আমার জন্য সবচেয়ে বড় দুঃখের।
আরও পড়ুন: এনসিপি কর্মীদের ধর্ষণের হুমকি পাওয়া সেই ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা
নওরীনের সঙ্গে হাসপাতালে ছিলেন ছাত্রদল নেত্রী ফারহানা বিনতে ইভা। তিনি বলেন, ‘মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন নওরীন। মাত্র ৫ মিনিটের মধ্যে মিছিলটি পল্টনের নাইটিঙ্গেল মোড়ে পৌঁছায়, যেখানে রোড ডিভাইডারের কারণে রাস্তার অংশটি সরু হয়ে যায়। এ কারণে পেছন থেকে নেতাকর্মীদের চাপ হঠাৎ বেড়ে যায়।
এই চাপের মধ্যেই এক ছাত্রদল কর্মী ভারসাম্য হারিয়ে নওরীনের গায়ে পড়ে যান, ফলে নওরীন রাস্তায় পড়ে যান। উঠে দাঁড়ানোর আগেই, পেছন থেকে ধেয়ে আসা মিছিলের ভিড়ে তিনি পদদলিত হন। ফলে তার ডান পা ভেঙ্গে যায়।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অশান্তি সৃষ্টির অপচেষ্টা, বিশৃঙ্খলা ছড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।