তাজউদ্দীন আহমদ কলেজের নাম পরিবর্তন ইস্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘না’

তাজউদ্দীন আহমদ কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো
তাজউদ্দীন আহমদ কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন না করতে অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজটির নাম থেকে ‘শহীদ তাজউদ্দীন আহমদ’ অংশ বাদ দিয়ে নতুন নামকরণে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে পাঠানো ১৪ জুলাইয়ের ওই চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দেশের ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের তালিকা প্রকাশ করে। তালিকার ২৯ নম্বরে থাকা 'সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ'-এর নাম পরিবর্তন করে রাখা হয় 'কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ'।

শহীদ তাজউদ্দীন আহমদের নাম সরিয়ে দেওয়ায় স্থানীয় পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কলেজের নাম পরিবর্তন না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।