রুদ্ধশ্বাস লর্ডস টেস্ট, ভারতকে কাঁদিয়ে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড
- ১৬ জুলাই ২০২৫, ১৫:৩৭
মাত্র ১৯৩ রানের ছোট লক্ষ্য—যেটিকে ভারতের রান তাড়া না বলে শেষ কাজটা সেরে ফেলা বলাই যায়। কিন্তু লর্ডসে হারের হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হলো তাদের। ইংলিশ বোলারদের নিখুঁত শিকারবৃত্তি মিলে গুঁড়িয়ে গেল ভারতের জয়ের স্বপ্ন।
রোমাঞ্চ ছড়িয়ে লর্ডসে ২২ রানে জয় পেল ইংল্যান্ড। আর ভারতের হয়ে শেষ পর্যন্ত একাই লড়লেন রবীন্দ্র জাদেজা। অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেও জয় এনে দিতে পারলেন না তিনি। সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
‘নিশ্চিত জয়’ থেকে বিপর্যয়
চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৫৮ রান নিয়ে ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান। ওয়াশিংটন সুন্দর তো আত্মবিশ্বাসের সঙ্গে বলেই দিয়েছিলেন—“নিশ্চিতভাবেই কাল জিতে যাবে ভারত।” কিন্তু পঞ্চম দিনে নেমেই ভারতীয় ব্যাটিং ধসে পড়ে।
লোকেশ রাহুল ৩৯ রান করলেও কেউই সঙ্গ দিতে পারেননি জাদেজাকে। লাঞ্চে যাওয়ার আগেই ভারত পড়ে ৮ উইকেটে ১১২ রানে। এরপর ৯ম উইকেটে বুমরার সঙ্গে ৩৫ রানের লড়াকু জুটি, আর ১০ম উইকেটে সিরাজের সঙ্গে ২৩ রানের ইনিংস দাঁড় করান জাদেজা। কিন্তু শেষরক্ষা হয়নি।
৭৪.৫ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় ভারত। ১৮১ বলে ৬১ রানের ইনিংস নিয়ে অপরাজিত থাকেন জাদেজা। শেষ উইকেটটি নেন অফ স্পিনার শোয়েব বশির। তাঁর ঘূর্ণিতে সিরাজ বোল্ড হতেই উল্লাসে ফেটে পড়ে পুরো ইংলিশ দল।
আর্চার-স্টোকস জ্বলে উঠলেন
প্রায় সাড়ে চার বছর পর ফিরে জোফ্রা আর্চার দারুণ বল করলেন। দ্বিতীয় ইনিংসে নিলেন ৩ উইকেট। স্টোকসও শিকার করেন ৩টি। প্রথম ইনিংসে দুই দলই তোলে সমান ৩৮৭ রান। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ১৯২ রান। কিন্তু লক্ষ্য তাড়ায় ভারত শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৭০ রানে।
একটি জয়, অনেক কথা
২০১৯ সালের এই দিনেই ইংল্যান্ড জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। সেই তারিখেই আবার লর্ডসে রোমাঞ্চের জয় তুলে নিল তারা—এবার টেস্টে। জাদেজার একার লড়াইয়ের গল্প রয়ে গেল, তবে ম্যাচ জিতল না ভারত।