নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে ‘জুলাই ওমেনস ডে’

জুলাই ওমেনস ডে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে
জুলাই ওমেনস ডে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে © টিডিসি

জুলাই গণ‌অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে  ‘জুলাই ওমেনস ডে’ । সন্ধ্যা ৬টার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি।

শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জুলাই অভ্যুত্থানের নানা ডকুমেন্টারি প্রদর্শনী করা হচ্ছে। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনেও শিক্ষার্থীদের উপভোগের জন্য বেশ কয়েকটি ডিসপ্লে লাগানো হয়েছে। 

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অডিও ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: চাকরিপূর্ব প্রশিক্ষণহীন শিক্ষকতায় শুরু নিম্নমানের পাঠদান

বিকেল তিনটা থেকে বহিরাগত ও যানবাহন নিয়ন্ত্রণের কথা থাকলেও সন্ধ্যার পর থেকে এসব নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার, প্রক্টরিয়াল টিমের সদস্য, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দেখা যায়।

এ ছাড়া ‘জুলাই ওমেনস ডে’ উপলক্ষে মেয়েদের হলগুলোয় প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছে।