৭ বছর পর ফের চালু রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি 

রাজশাহী কলেজ ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্ভোধন
রাজশাহী কলেজ ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্ভোধন © টিডিসি

রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর পুনরায় গ্রীন ভয়েস কলেজ শাখার উদ্যোগে চালু করা হয়েছে। চালুর প্রথম দিনেই এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে বারোটায় কলা ভবনের সামনে গ্রীন ভয়েস কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী দীপালোক নামে লাইব্রেরি উদ্ভোধন করেন। 

কলেজ অধ্যক্ষ বলেন, গ্রীন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। তিনি আশা ব্যক্ত করেন এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভুমিকা রাখবে এবং তিনি এই উদ্যোগের সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস কলেজ শাখার উপদেষ্টাবৃন্দ বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম ও গ্রীন ভয়েস কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহীর কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি মূলত সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালীন খোলা থাকবে। বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এবং বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ সততা লাইব্রেরি’ যাত্রা শুরু হয়। লাইব্রেরি আকর্ষণীয় দিক ছিল, লাইব্রেরি থেকে  পাঠকগণ নিজের ইচ্ছামত পুস্তক গ্রহণ করে পড়ার পর ঐ দিন স্বেচ্ছায় এই লাইব্রেরিতে বই ফেরত দেবে। যেখানে কোন লাইব্রেরি কর্মী সেবাদান বা পাহারার জন্য নিযুক্ত থাকবে না। এই গ্রন্থাগারের অন্যতম লক্ষ ছিল শিক্ষার্থীদের মাঝে সততার চর্চা প্রসার ঘটানো। যেন ব্যবহারকারীদের সততা ও সৎ গুনাবলী এই লাইব্রেরি পরিচালনার প্রধান শক্তি হিসেবে বিবেচ্য হয়।