অবশেষে জুন মাসের বেতন পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা
- ২৬ জুলাই ২০২৫, ১৫:৪৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা আগামীকাল ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে। ইতোমধ্যে তাদের বেতন শিট প্রস্তুত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
ইএমআইএস সেলের ওই কর্মকর্তা জানান, ‘দুই মন্ত্রণালয়ের অনুমোদন, চিফ অ্যাকাউন্টস অফিস, আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে তথ্য আপডেটসহ নানা কারণে বেতন দিতে কিছুটা দেরি হয়ে গেল। আগামীকাল সোমবার তারা বেতন-ভাতা পাবেন।’
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। আগামীকাল সোমবার তারা জুন মাসের বেতন পেতে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।