চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন—শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়

পিএসজি-চেলসি ম্যাচ
পিএসজি-চেলসি ম্যাচ © সংগৃহীত

নিজেদের ইতিহাসে সেরা সময় কাটাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবারের মত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে এরই মধ্যে ট্রেবল জিতেছে লুইস এনরিকের দলটি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ফেভারিট হিসেবেই জায়গা করে নিয়েছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি। 

ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটি। এবারই প্রথমবার নতুন ফরম্যাট ও বিশাল আয়োজনে ৩২টি দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, কেবল ৮টি দল মেগা টুর্নামেন্টটির প্রতিযোগী ছিল। পুরোনো ফরম্যাটে দু’বার ফাইনাল খেলেছে চেলসি।

২০১২ সালে শিরোপা উল্লাসের স্বপ্নভঙ্গ হলেও ৯ বছর পর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। বিপরীতে এবারই প্রথম ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে পিএসজি। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির দৃষ্টিনন্দন মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ক্লাব বিশ্বকাপের এই মহারণ। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা।

সর্বশেষ ২০১৬ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল পিএসজি ও চেলসি। সেবার ২-১ গোলে জয় পায় ফরাসি জায়ান্টরা। সব মিলিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় মোট ৮ বার দেখা হয়েছিল দল দুটির। এর মধ্যে তিনবার জিতেছে পিএসজি, চেলসির জয় দুটি। বাকি তিন ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

চেলসির জন্য চিন্তার বিষয় হতে পারে সাম্প্রতিক পরিসংখ্যান। দুই দলের শেষ চার দেখায় একটি ম্যাচেও জিততে পারেনি লন্ডনের ক্লাবটি। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে পিএসজি, আর বাকি দুটি ড্র।

মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি ক্লাব বিশ্বকাপেও রাজত্ব ধরে রেখেছে। কেবল গ্রুপপর্বে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে ১-০ গোলে হোঁচট খেলেও বাকি সব ম্যাচেই ছিল ওসমান দেম্বেলে, ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমিদের দাপট।

শেষ আটে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পৌঁছায় তারা, আর সেমিফাইনালে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে ছিল যেন একতরফা লড়াই। রিয়ালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে এনরিকের দলটি।

সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের এবারের আসরে পিএসজির পারফরম্যান্স ফুটবলবিশ্বে আবারও জানিয়ে দিল—তারা এখন শুধু ফ্রান্স নয়, ইউরোপ ও বিশ্ব ফুটবলেরও অন্যতম আধিপত্য বিস্তারকারী শক্তি।

পিএসজি কোচ এনরিকের ভাষ্য, ‘দলের সাফল্যের মূল নায়ক খেলোয়াড়রা। আমি কোনো তারকা নই, যা করি সেটিকে ভালোবাসি। নিজের ক্যারিয়ার উপভোগ করি, বিশেষ করে কঠিন সময়ে। জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের অনুসারীদের খুশি করতে পারা। প্রশংসিত হওয়ার চেয়ে সমালোচিত হলেই আমি আরও ভালোভাবে কাজ করতে পারি। আমরা বিশেষ মৌসুম কাটাচ্ছি, চেলসির চেয়ে ভালো দল হতে হলে আরও এক ধাপ বাকি। ক্লাবের জন্য আমরা ইতিহাস গড়তে চাই।’

অন্যদিকে, সেভাবে ফেভারিট বিবেচিত না হলেও বেনফিকা, পালমেইরাস ও ফ্লুমিনেন্সকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে চেলসি। ফাইনালে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে পিএসজির বিপক্ষে। 

এ প্রসঙ্গে চেলসি কোচ এনজো মারেসকা জানান, ‘এটি দারুণ অর্জন। প্রিমিয়ার লিগে শীর্ষ চারে অবস্থান, কনফারেন্স লিগ জয়ের পর এখন আরেকটি প্রতিযোগিতার ফাইনালে। আমরা খুব খুশি। আশা করি মৌসুমের শেষ ম্যাচের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টও জিতব।’