বন্ধ হচ্ছে ‘রিপিট’ ক্যাডার, তথ্য চেয়ে গুগল ফরম চালু
- ২৮ জুলাই ২০২৫, ১৬:৫১
৪৪তম বিসিএসে একই ক্যাডার (রিপিট ক্যাডার) পেয়েছেন প্রায় পাঁচ শতাধিক প্রার্থী। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। অবশেষে এটি বন্ধে উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি। প্রার্থীদের কাছে গুগল ফরমের মাধ্যমে তথ্য চাওয়া হয়েছে।
রোববার (১৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৪তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার প্রার্থীদের গুগল ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত এক হাজার ৬৯০ জন প্রার্থীর প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাঁদেরকে আগামী জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে নিম্নের গুগল ফরম পূরণ করে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
পিএসসি জানিয়েছে, ‘রিপিট’ ক্যাডার বন্ধ করতে গুগল ফরম পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পিএসসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
গুগল ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন