ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের গল্প তুলে ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৫ জুলাই ২০২৪ সালে ছাত্রলীগ কর্তৃক হামলায় শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
১৫ জুলাই ২০২৪ সালে ছাত্রলীগ কর্তৃক হামলায় শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত

১৫ জুলাই ২০২৪ সালে ছাত্রলীগ কর্তৃক হামলায় শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আগামী ১৫ জুলাই মঙ্গলবার আহত শিক্ষার্থীদের গল্প তুলে ধরবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১৫ জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল ইনস্টলেশন করা হবে। এলইডি প্রজেকশনের মাধ্যমে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার‌ই ধারাবাহিকতায় আগামী ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের গল্প তুলে ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও আগামী ১৭ জুলাই টিএসসি/রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে 'Teachers in July' এবং 'Abrar Fahad' শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।