পোশাক বাছাইয়ের ভুলেও বয়স্ক দেখায়, যেভাবে সাজগোজ করলে চল্লিশেও থাকবে তারুণ্যের ছোঁয়া

কিছু পোশাক পরলে বয়স বেশি দেখায়
কিছু পোশাক পরলে বয়স বেশি দেখায় © সংগৃহীত

চল্লিশে পা দেওয়া মানেই কি তারুণ্যকে বিদায় জানাতে হবে? মোটেই নয়। বরং একটু সচেতন থাকলেই এই বয়সেও লুকে ফিরিয়ে আনা যায় প্রাণচাঞ্চল্য ও আভিজাত্য—শুধুমাত্র পোশাক ও সাজসজ্জায় কিছু কৌশলেই। তবে হ্যাঁ, ভুল পোশাক নির্বাচন কিংবা সাজের বাড়াবাড়ি আপনাকে বয়সের তুলনায় আরও বয়স্ক দেখাতে পারে অনায়াসে। দেখে নেওয়া যাক কোন কোন বিষয় মাথায় রাখলে চল্লিশেও নিজেকে উপস্থাপন করা যাবে স্মার্ট ও তারুণ্যদীপ্ত ভাবে।

সঠিক মাপের পোশাক
পুরোনো ফ্যাশনের পোশাক বা বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে তা একেবারেই নয়। বরং সঠিক মাপের পোশাক পরলেই চেহারা ভারী দেখাবে না।চেহারার গড়ন ভারীর দিকে হলেও যে কোনও পোশাক পরা যায়। বডি শেমিংয়ের তোয়াক্কা না করে আত্মবিশ্বাসের সঙ্গে পরুন। চেহারা রোগা দেখাতে সরু বর্ডারের সিল্কের শাড়ি বেশ লাগবে, সঙ্গে গ্লাস হাতার ডিপনেক ব্লাউজ। ব্যাকলেস, ডিপকাট ব্লাউজ ভারী চেহারাতেও মানাবে।

অতিরিক্ত সাজ নয়
সাজগোজ হবে ছিমছাম। একই সঙ্গে জ্যাকেট, স্কার্ফ, চোখে সানগ্লাস, গলায় নেকলেস, কানে ঝোলা দুল পরলে তা মানানসই হবে না। শীত হোক বা গ্রীষ্ম, পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফ কিনে ফেলাটা অনেকেরই স্বভাব। গলায় গোল করে স্কার্ফ জড়ালে গলার লম্বাটে আকার ঢেকে তা আরও ভারিক্কি ভাব আনে। যদি স্কার্ফ পরতে হয়, তা হলে তেমন পোশাক বাছাই করুন। এর সঙ্গে অতিরিক্ত জ্যাকেট চাপাবেন না। সে ক্ষেত্রে কানের দুল হবে ছোট, গলায় নেকলেস পরার দরকারই নেই।

সঠিক অন্তর্বাস
শারীরিক গঠন অনুযায়ী ঠিক মাপের অন্তর্বাস বাছাইয়ের উপরও চেহারার গড়ন অনেকটা নির্ভর করে। তাই সে ক্ষেত্রেও খুব ঢিলেঢালা বা আঁটসাট অন্তর্বাস এড়িয়ে আরামদায়ক মাপ বাছুন।

রং নির্বাচন
অনেকেই ভাবেন সাদা বা খুব ফ্যাকাশে রঙের পোশাক পরলে ‘স্মার্ট লুক’ আসবে। আসলে রং বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু নজর দেওয়া জরুরি। অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিতে পারে এবং চেহারাকে নিষ্প্রাণ দেখাতে পারে। আবার তাই বলে চড়া রঙের পোশাক পরে বয়স কমানোর চেষ্টাও বোকামো হতে পারে। এক রঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরলে আপনার বয়স অনেকটাই কম দেখাবে। এমন রং বেছে নিতে হবে, যা সব জায়গাতেই মানিয়ে যায়।

মানানসই রূপটান
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা গয়নার সাজই ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। গয়নাও হতে হবে মানানসই। অতিরিক্ত মেকআপ ও অনাবশ্যক বেশি গয়নার সাজ একেবারেই ভাল লাগবে না।