চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকড, চলছে জুয়ার বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড © লোগো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে জুয়ার সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে হ্যাকাররা। আজ রবিবার (১৩ মে) সকালে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এ ঘটনা পরিলক্ষিত হয়।

ওয়েব সাইটে দেখা যাচ্ছে, ‘Slot Gacor’, ‘Slot88’, ‘Maxwin’ ইত্যাদি শিরোনামে একটি অনলাইন জুয়ার সাইটের প্রোমোশনাল কনটেন্ট। ব্যবহারকারীদের ‘লগইন’ ও ‘নিবন্ধন’ করতে উৎসাহিত করে সেখানে লক্ষ-কোটি টাকার লাভের প্রলোভনও দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক করে জুয়ার বিজ্ঞাপন চালাচ্ছে হ্যাকাররা

হ্যাকাররা বিজ্ঞাপনের পোস্টার কার্ডে ইংরেজির মাধ্যমে ইন্দোনেশিয়ান ভাষায় লিখেছে, সর্বশেষ স্লট হলো একটি নির্ভরযোগ্য স্লট সাইট, যেখানে নির্ভরযোগ্য Slot88 লিংকের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ম্যাক্সউইন (সর্বোচ্চ জয়) পেতে পারেন, শুধু আজ রাতের গাকর স্লট সাইটে অ্যাকাউন্ট খুললেই। প্রসিদ্ধ গাকর স্লট খুঁজে পাওয়া যায় সেসব সাইটে, যারা অনেক জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্লট প্রোভাইডার ব্যবহার করে, যেমন: আজকের সর্বশেষ স্লট সাইট। আমাদের সাইটে আজ রাতের গাকর স্লটের সর্বশেষ আপডেটেড তথ্য পাবেন।