বন্ধ হয়ে গেল আল-জাজিরা বলকানসের সম্প্রচার

আল জাজিরার বলকানস
আল জাজিরার বলকানস © সংগৃহীত

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বলকানস শাখার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১৪ বছর ধরে সম্প্রচারে থাকা এই চ্যানেলটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর্থিক সংকটের কারণে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো। শনিবার (১২ জুলাই) ছিল তাদের শেষ সম্প্রচার।

শেষ সংবাদটি পড়েন উপস্থাপিকা দালিজা হাসানবেগোভিচ। চোখে জল আর গলায় কাঁপুনি নিয়ে তিনি বলেন, ‘এটাই ছিল আল জাজিরা বলকানসের শেষ সংবাদ অনুষ্ঠান। প্রায় চৌদ্দ বছর আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।’

২০১১ সালের নভেম্বরে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো থেকে যাত্রা শুরু করে আল জাজিরা বলকানস। সাবেক যুগোস্লাভিয়া অঞ্চলের সার্বো-ক্রোয়েশিয়ান ভাষায় সম্প্রচার চালাত এই চ্যানেলটি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হঠাৎ করে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় আঞ্চলিক সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক সংকটের কারণেই এ সিদ্ধান্ত।

চ্যানেলটিতে কর্মরত ছিলেন প্রায় ২০০ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী। যুগোস্লাভ ফেডারেশনের ভাঙনের পর বলকান অঞ্চলে এটিই ছিল প্রথম আঞ্চলিক সংবাদ চ্যানেল।

আল জাজিরা বলকানসের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় গণমাধ্যমের বহুত্ববাদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।

ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি এক বিবৃতিতে বলেছে, ‘যেসব সমাজে বিকল্প মতপ্রকাশের সুযোগ কম, সেখানে এমন একটি নিরপেক্ষ গণমাধ্যমের বিদায় গণতন্ত্রের জন্য বড় ক্ষতি।’

বসনিয়ার সংগঠন ‘বিএইচ নোভিনারি’ জানিয়েছে, “আল জাজিরা বলকানস বন্ধ হয়ে যাওয়ায় মানুষ একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হারাল।”