ফুটবল খেলাকে কেন্দ্র করে গৃহে হামলা-লুটপাট, আহত শিক্ষার্থী

বাড়িতে দুর্বৃত্তের হামলা
বাড়িতে দুর্বৃত্তের হামলা © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গৃহে হামলা, লুটপাট ও শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। একের পর এক পাল্টাপাল্টি অভিযোগে থানা ও মাঠ গরম হয়ে উঠেছে। অভিযুক্তরা স্থানীয় যুবক হলেও ভাড়া করা বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়েছে বলেও দাবি ভুক্তভোগী পরিবারের।

ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার (১০ জুলাই) স্কুল থেকে ফেরার পথে এক কিশোর শিক্ষার্থীকে মারধরের মধ্য দিয়ে। অভিযোগ অনুযায়ী, এ ঘটনার জের ধরেই শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে পশ্চিম বৈরাগ নেওয়াজ তালুকদার পাড়ায় গৃহবধূ রুবি আকতারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত হামলা চালায়।

লিখিত অভিযোগে রুবি আকতার উল্লেখ করেন, তার অনুপস্থিতে বাড়িতে ঢুকে নগদ দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়া হয়। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় আসবাবপত্র ও একটি স্মার্ট টিভি। হামলাকারীরা শুধু ঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। তারা ভাতিজাকে খুঁজতে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন রুবি। বাধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে হুমকি দেয়।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন, ওন্দা মিয়ার পুত্র আবুল বশর, মোহাম্মদ ইছহাকের পুত্র শাকিব (২৪), আয়ুব আলীর ছেলে জানে আলম (২৬), আবুল বশরের ছেলে সেলিম (১৮), আনিছ ইসলামের ছেলে মাইনুল ইসলাম এবং আরও অজ্ঞাত ৪০ জন।

অন্যদিকে, শিক্ষার্থীর পিতা আবুল বশর পাল্টা অভিযোগে দাবি করেন, ফুটবল খেলার মাঠে আমার ছেলের সঙ্গে ঝামেলার জেরে তার উপর হামলা চালানো হয়। এরপর স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বৈঠকের কথা বলা হলেও তা ব্যর্থ হয়েছে। এখনো দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। আতঙ্কে অনেক পরিবার রাত জেগে পাহারা দিচ্ছে, এমনটাই জানায় স্থানীয়রা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনার বিষয়ে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।