বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

বিজিবি অভিযানে জব্দ করা মাদক ও চোরাই পণ্য
বিজিবি অভিযানে জব্দ করা মাদক ও চোরাই পণ্য © সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১২ জুলাই) দিনব্যাপী ৪৯ বিজিবির অধীনস্থ আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, অভিযানে বিদেশি মদ, ভারতীয় গলদা চিংড়ির পোনা, শাড়ি, ব্লাউজ, চা-পাতা, কীটনাশক, কসমেটিকসসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭১ হাজার ৫০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।