মাউশি ডিজির ছবি ও নাম ব্যবহার করে টাকা দাবি
- ২৪ জুলাই ২০২৫, ১৩:১২
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আজাদ খানের ছবি ও নাম ব্যবহার করে থেকে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই প্রতারণা চালানো হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাউশি ডিজি। তিনি বলেন, ‘আমার ছবি ও নাম ব্যবহার করে হ্যাকাররা টাকা কর্জ বা টাকা দাবি করছে বলে জানা যাচ্ছে। কোনোভাবেই কারো সাথে এ ধরনের লেনদেন করবেন না। বর্তমানে আমি বা আমার পক্ষে কেউ ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লেনদেনে জড়িত নই। তাই কেউ যদি আমার নাম ব্যবহার করে যোগাযোগ করে, তাহলে অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবির ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।