দেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে: আখতার হোসেন
- ১৩ জুলাই ২০২৫, ১৫:২৯
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।’
শনিবার (১২ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে এখনো ঘের দখল, চাঁদাবাজি, কমিশনের নামে রাজনীতি চলছে। তবে মানুষ বুঝে গেছে, শুধু নাম পরিবর্তন করলেই রাজনীতি বদলায় না। যারা এ অপকর্ম করছে, মানুষ তাদের বিদায় করে দেবে। যেভাবে হাসিনাকে বিদায় দিয়েছে।’
আরও পড়ুন: প্রকাশ্যে পাথর মেরে হত্যা, ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার
তিনি বলেন, ‘রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নামে সাধারণ মানুষকে জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর ঘিরে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র।’
এনসিপির সদস্যসচিব বলেন, ‘আমাদের দেশে যেন আর গুম-খুন না হয়, সে জন্য প্রতিষ্ঠানভিত্তিক সংস্কার দরকার। কেউ কেউ মনে করেন শুধু নির্বাচন হলেই গণতন্ত্র আসবে। কিন্তু তা নয়। আগে পুলিশ, প্রশাসন, বিচারব্যবস্থা—সব জায়গায় সংস্কার আনতে হবে। তারপর নির্বাচন দিতে হবে। তাহলেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’