বাংলাদেশের বিপক্ষে দুই দেশের হয়ে অভিষেক—অবশেষে অবসর

পিটার মুর
পিটার মুর © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা ব্যাটার পিটার মুর। দু’দেশের হয়ে টেস্ট খেলে রেকর্ড বইয়েও নাম তুলেছেন তিনি। দুটি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা ১৭ জন ক্রিকেটারের একজন তিনি।

১৯৯১ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্ম মুরের। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু তার। দুই বছর পর রোডেশিয়ানদের জার্সিতে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক মুরের। এরপর দেশটির জার্সিতে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সবশেষ ২০১৯ সালের অক্টোবরে জিম্বাবুয়ের হয়ে খেলেন মুর।

এদিকে দাদি আয়ারল্যান্ডের নাগরিক হওয়ার সুবাদে আইরিশ পাসপোর্ট থাকায় সেখানে পাড়ি জমান মুর। দেশটির জাতীয় দলে খেলার লক্ষ্যে বেশ কয়েক বছর ক্লাব ক্রিকেটেও খেলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে আইরিশ জাতীয় দলে হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর। পরের বছরের এপ্রিলে বাংলাদেশের মাটিতে টেস্ট দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক মুরের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট খেলেন তিনি। 

এদিকে আয়ারল্যান্ডের হয়ে সাতটি টেস্ট খেললেও সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাননি ৩৪ বছর বয়সী মুর। সব মিলিয়ে ১৫ টেস্টে ৬ হাফ-সেঞ্চুরিতে ২৫ দশমিক ৩১ গড়ে ৭৩৪ রান করেছেন মুর। এছাড়া ওয়ানডেতে ৮২৭ রান ও টি-টোয়েন্টিতে ৩৬৪ রান করেছেন এই ব্যাটার।