শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সরাসরি আবেদনে মাউশির নিষেধাজ্ঞা

মাউশি লোগো
মাউশি লোগো © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করার প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের উদ্দেশে সম্প্রতি একটি কড়া নির্দেশনা জারি করেছে মাউশি।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কেউই সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না। বদলি, পদোন্নতি, ছুটি কিংবা স্থায়ীকরণের মতো বিষয়েও আবেদন করতে হলে তা অবশ্যই মাউশির নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে পাঠাতে হবে। পূর্বের জারিকৃত নির্দেশনাগুলোর পুনঃব্যাখ্যা করে তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১১ সালের ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারকের (নম্বর: শিম/শা:১১/৩-৭/২০১১/২৯৯) মাধ্যমে এই নিয়ম চালু হলেও সাম্প্রতিক সময়ে দেখা গেছে, অনেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য তা লঙ্ঘন করছেন। সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করায় প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে এবং শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে মাউশি।

নতুন করে জারি করা স্মারকে মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন সই করেছেন। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মাউশির আওতাধীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধান সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাউশির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সরাসরি আবেদন করলে মন্ত্রণালয়ের নির্ধারিত প্রশাসনিক কাঠামো উপেক্ষিত হয়, ফলে সঠিকভাবে কোনো আবেদন যাচাই ও মূল্যায়ন করা সম্ভব হয় না। প্রশাসনিক সুশৃঙ্খলা রক্ষায় এ ধরনের আচরণ বন্ধ করা জরুরি হয়ে পড়েছে বলেই নির্দেশনাটি আবারও জারি করা হয়েছে।