সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- ১২ জুলাই ২০২৫, ১৭:৩১
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে এসব ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত পেরিয়ে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ভারতে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শফিকুল গুরুতর আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক জানান, শফিকুলসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত অতিক্রম করেছিল। শফিকুল বুকে গুলিবিদ্ধ হন এবং তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা জাকারিয়া কাদির।
এদিকে, দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে শনিবার ভোরে আসকর আলী (২৪) নামে এক যুবক নিহত হন।
ঘটনাটি ভারতের ভেতরে, ৩৫৩ নম্বর পিলারের কাছে ঘটে। আসকর হরিপুরের জীবনপুর গ্রামের কানুরার ছেলে। ভোর চারটার দিকে তিনি সীমান্ত এলাকায় গেলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের ভেতরে পড়ে রয়েছে।
বিজিবি জানিয়েছে, মরদেহ ফেরতের জন্য বিএসএফকে পতাকা বৈঠকে আহ্বান জানানো হয়েছে। দুই দেশের সীমান্তেই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।