দেড় মাস পর ক্লাসে ফিরলেন ঢামেকের শিক্ষার্থীরা
- ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২
দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষা কার্যক্রম। শনিবার (১২ জুলাই) সকাল থেকে কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে শুরু করেছেন।
শিক্ষার্থীরা জানান, আজ থেকে তারা ক্লাসে ফিরেছেন। সকাল ৮টা থেকে বিভিন্ন বর্ষের ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় পড়ালেখার ক্ষতি হয়েছে।
এর আগে, নিরাপদ আবাসনসহ পাঁচ দফা দাবিতে গত ২৮ মে থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একাধিক কর্মসূচির অংশ হিসেবে ২১ জুন কলেজ ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের পরই শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হলত্যাগ করতে বলা হয়। তবে সেদিনই শিক্ষার্থীরা বলেন, তারা হল ছাড়বেন না; দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। এরপর থেকে দেড় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস করতে হবে; ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে; নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করতে হবে; আবাসন ও অ্যাকাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন করতে হবে ও দ্রুত বাস্তবায়ন করতে হবে ও সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিক্ষার্থী প্রতিনিধি ঠিক করতে হবে।