একাদশে ভর্তি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

কিছুদিন পরই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া
কিছুদিন পরই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া © সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সামনে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। এখনই সময়—ভালোভাবে ভেবে, যাচাই-বাছাই করে উপযুক্ত কলেজ এবং বিভাগ নির্বাচন করার। কারণ একটি সঠিক সিদ্ধান্ত যেমন জীবনের পথ বদলে দিতে পারে, তেমনি ভুল সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বড় বাধা।

প্রথমেই আসে কলেজ নির্বাচনের প্রশ্ন। অনেকেই মনে করেন, শুধু নামি কলেজেই ভালো ফল সম্ভব। এ ধারণা যেমন বিভ্রান্তিকর, তেমনি বাস্তবতাবিবর্জিত। অনেক নামকরা কলেজেও শিক্ষার্থীরা ফেল করে, আবার অপেক্ষাকৃত কম পরিচিত কলেজেও মেধাবীরা ভালো ফল করে। অতএব, শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম নয়—বিবেচনায় রাখতে হবে শিক্ষক, পাঠ্যক্রম, সহায়ক পরিবেশ, ল্যাব সুবিধা ও শিক্ষার মান।

সব শিক্ষার্থীর চাহিদা এক নয়। কেউ চান সেরা কলেজে পড়তে, কেউ চান প্রযুক্তিসমৃদ্ধ বা আধুনিক ক্যাম্পাসে, কেউবা চান একটি গ্রহণযোগ্য শিক্ষায় প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থী থাকেন যারা সীমিত পছন্দ নিয়েই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। পছন্দ, মেধা ও বাস্তবতা মিলিয়ে কলেজ নির্বাচনেই প্রতিফলিত হয় বিচক্ষণতা। সিদ্ধান্ত নেওয়ার আগে যা বিবেচনায় রাখা জরুরি:

১. এসএসসি ফলাফল
ফলাফলের ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান আবেদন বাছাই করে। তাই নিজের গ্রেড অনুযায়ী উপযুক্ত কলেজে আবেদন করাই বাস্তব সিদ্ধান্ত। এ ছাড়াও বেশকিছু কলেজে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়। সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

২. কলেজের মান ও পরিচিতি
বিগত কয়েক বছরের ফলাফল, পাশের হার, শিক্ষকের মান এবং শিক্ষা উপকরণের অবস্থান বিবেচনায় নিন। অনলাইনে বা পরিচিতজনের মাধ্যমে তথ্য সংগ্রহ করুন।

৩. অর্থনৈতিক সামর্থ্য
কলেজে পড়াশোনা মানেই শুধু ভর্তি ফি নয়। এর সঙ্গে জড়িত আছে যাতায়াত, কোচিং, প্রাইভেট পড়া—সবকিছু মিলিয়ে খরচ বিশ্লেষণ করা জরুরি।

৪. দূরত্ব ও যাতায়াত
বাড়ির কাছাকাছি কলেজ হলে সময় ও শ্রম বাঁচে। দীর্ঘ যাতায়াত শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি করে, ক্লান্তি বাড়ায়।

৫. ল্যাব সুবিধা
বিশেষ করে বিজ্ঞান বিভাগের জন্য ভালো মানের ল্যাব, দক্ষ প্রদর্শক ও ব্যবহারিক শিক্ষার সুযোগ গুরুত্বপূর্ণ।

বিভাগ ও বিষয় নির্বাচন: আগ্রহ-সামর্থ্য মিলিয়ে ভাবুন
বিভাগ পরিবর্তন সম্ভব, কিন্তু তার আগে নিজে কী হতে চাই, কী পড়লে ভালো করব—এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া জরুরি। বিজ্ঞান বিভাগে পড়তে চাইলে ল্যাব ও প্রাইভেট খরচের বিষয় বিবেচনায় আনুন। নিজের আগ্রহ, দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখেই বিভাগ ও বিষয় নির্বাচন করুন।

সিদ্ধান্ত নেওয়ার সময় এখন
কলেজ নির্বাচন মানে কেবল নামক কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নয়—এটি ভবিষ্যতের ভিত্তি নির্মাণের অংশ। তাই হুট করে নয়, চিন্তা-ভাবনা করে, পরিবারের সঙ্গে পরামর্শ করে, কলেজ পছন্দক্রম ঠিক করুন। মনে রাখবেন, একটি ভালো সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে।